যেসব পুরুষবাচক শব্দের শেষে 'তা' রয়েছে, স্ত্রীবাচক বোঝাতে সেসব শব্দে কোনটি বসে?

A নী

B টা

C ত্রী

D ইনী

Solution

Correct Answer: Option C

- যেসব পুরুষবাচক শব্দের শেষে 'তা' রয়েছে, স্ত্রীবাচক বোঝাতে সেসব শব্দে 'ত্রী' হয়।
যেমন—
- নেতা- নেত্রী,
- কর্তা-কর্ত্রী,
- শ্রোতা-শ্রোত্রী,
- ধাতা-ধাত্রী।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions