বিএম আই মানদন্ডে সুস্বাস্থের আদর্শ মান -
A ২৫-২৯.৯
B ১৮.৫-২৪.৯
C ৩০-৩৪.৯
D ৩৫-৩৯.৯
Solution
Correct Answer: Option B
-BMI এর মান যদি ১৮.৫ – ২৪.৯ এর মধ্যে থাকে তাহলে মানটি সুস্বাস্থ্যের আদর্শ মান।
-বি.এম.আই স্তর ঃ
< ১৮.৫০ ওজনহীনতা
১৮.৫০-২৪.৯ স্বাভাবিক
২৫.০০-২৯.৯ ওজনাধিক্য
৩০.০০-৩৯.৯ স্থুলতা
> ৪০.০০ রোগ গ্রস্থ বা চূড়ান্ত পর্যায়ের স্থুলতা