Correct Answer: Option D
ভব রূপ নদী = ভবনদী একটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ।
এরূপ:
- মন রূপ মাঝি = মনমাঝি -- (মন যেন এক মাঝি।)
- কাল রূপ চক্র = কালচক্র
- ভব রূপ পারাবার = ভবপারাবার।
- কাল রূপ সাপ = কালসাপ
- জীবন রূপ তরী = জীবনতরী।
- ঋতু রূপ চক্র = ঋতুচক্র
- প্রেম রূপ ডাের = প্রেমডোর
- জীবন রূপ নদী = জীবননদী
- বিদ্যা রূপ ধন = বিদ্যাধন
- প্রাণ রূপ পাখি = প্রাণপাখি
- বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions