ডিএনএ অণুর দ্বি-হেলিক্স কাঠামোর প্রবর্তক-

A স্যাংগার

B ওয়াটসন

C পাউলিং

D ওয়াটসন ও ক্রীক

Solution

Correct Answer: Option D

- ১৯৫৩ সালে মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন (James Watson) এবং ইংরেজ বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিক (Francis Crick) প্রথম ডিএনএ অণুর দ্বি-হেলিক্স (Double Helix) বা দ্বি-সূত্রী কাঠামোর বর্ণনা দেন।
- এই অসাধারণ আবিষ্কারের জন্য তারা ১৯৬২ সালে ব্রিটিশ বিজ্ঞানী মরিস উইলকিন্স (Maurice Wilkins)-এর সঙ্গে যৌথভাবে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
- ডিএনএর এই গঠন আবিষ্কার জীববিজ্ঞানের ইতিহাসে এক অনন্য মাইলফলক, কারণ এটি জীবনের আণবিক ভিত্তি (Molecular Basis of Life) বোঝার দ্বার উন্মুক্ত করে দেয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions