Solution
Correct Answer: Option D
- ১৯৫৩ সালে মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন (James Watson) এবং ইংরেজ বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিক (Francis Crick) প্রথম ডিএনএ অণুর দ্বি-হেলিক্স (Double Helix) বা দ্বি-সূত্রী কাঠামোর বর্ণনা দেন।
- এই অসাধারণ আবিষ্কারের জন্য তারা ১৯৬২ সালে ব্রিটিশ বিজ্ঞানী মরিস উইলকিন্স (Maurice Wilkins)-এর সঙ্গে যৌথভাবে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
- ডিএনএর এই গঠন আবিষ্কার জীববিজ্ঞানের ইতিহাসে এক অনন্য মাইলফলক, কারণ এটি জীবনের আণবিক ভিত্তি (Molecular Basis of Life) বোঝার দ্বার উন্মুক্ত করে দেয়।