- রোগজীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন বিজ্ঞানী লুই পাস্তুর।
- চার্লস রবার্ট ডারউইন বিবর্তনের সুত্র আবিস্কার করেন।
- বৈদ্যুতিক বাতি আবিস্কার করেন টমাস আল্ভা এডিসন।
- থিওরি অভ রিলেরিভিটির প্রনেতা আলবার্ট আইন্সটাইন ।
- ইংরেজ বিজ্ঞানী ক্রিক এবং মার্কিন বিজ্ঞানী ওয়াটসন ১৯৫৩ সালে ডিএনএ’র ডাবল হেলিক্স কাঠামোর বর্ণনা দেন এবং এ জন্য নোবেল পুরষ্কার জিতেন।