'মাদাগাস্কার' দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত?

A আটলান্টিক মহাসাগরে

B ভারত মহাসাগরে

C প্রশান্ত মহাসাগরে

D উত্তর মহাসাগরে

Solution

Correct Answer: Option B

- ভারত মহাসাগর হল বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাসাগর। পৃথিবীর মোট জলভাগের ২০ শতাংশ এই মহাসাগর অধিকার করে আছে। 
- ভারত সাগরের তিনটি প্রধান বাহু হচ্ছে: আরব সাগর, আন্দামান সাগর ও বঙ্গোপসাগর। 
- ভারত মহাসাগরের উল্লেখযোগ্য দ্বীপ হলো- সিসিলিস, মরিশাস, দিয়াগো গার্সিয়া, মালদ্বীপ ও মাদাগাস্কার।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions