- ভারত মহাসাগর হল বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাসাগর। পৃথিবীর মোট জলভাগের ২০ শতাংশ এই মহাসাগর অধিকার করে আছে।
- ভারত সাগরের তিনটি প্রধান বাহু হচ্ছে: আরব সাগর, আন্দামান সাগর ও বঙ্গোপসাগর।
- ভারত মহাসাগরের উল্লেখযোগ্য দ্বীপ হলো- সিসিলিস, মরিশাস, দিয়াগো গার্সিয়া, মালদ্বীপ ও মাদাগাস্কার।