নিউক্লিয়াসের নামকরণ করেন কে?

A জন এ লারসন

B রবার্ট ব্রাউন

C রবার্ট হুক

D লুই পাস্তুর

Solution

Correct Answer: Option B

✔নিউক্লিয়াস হল প্রোটোপ্লাজমের সবচেয়ে ঘন, পর্দাঘেরা এবং প্রায় গোলাকার অংশ। যা কোষের সব জৈবনিক ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় নিউক্লিয়াস ৷

✔ রবার্ট ব্রাউন সর্বপ্রথম ১৮৩১ সালে কোষে নিউক্লিয়াস দেখতে পান এবং এর নামকরণ করেন। সর্বপ্রথম তিনিই এটি আবিষ্কার করেন ।

✔রবার্ট ব্রাউন  ছিলেন একজন স্কটিশ উদ্ভিদবিজ্ঞানী ও জীবাশ্মবিজ্ঞানী। তিনি কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমীয় প্রবাহের  বিস্তৃত বর্ণনা প্রদান করেন। তিনি ব্রাউনীয় গতি পর্যবেক্ষণ করেন। তিনি উদ্ভিদের পরাগায়ন ও বংশবৃদ্ধি সম্পর্কে বিস্তারিত অধ্যয়ন করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions