অস্ট্রিক জাতি কোন দুটি দেশের সংমিশ্রণে তৈরি হয়?
A অস্ট্রেলিয়া ও ইরাক
B অস্ট্রেলিয়া ও ইরান
C অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া
D অস্ট্রেলিয়া ও ইথিওপিয়া
Solution
Correct Answer: Option C
অস্ট্রিক:
- অস্ট্রেলিয়া-ইন্দোনেশিয়া এর সংমিশ্রন-অস্ট্রিক।
- প্রায় ৫০০০ বছর পূর্ব এরা ভারতীয় উপমহাদেশে আসে এবং নেগ্রিটোদের পরাজিত করে।
- এরা বাঙ্গালী জাতির প্রধান অংশ বা উৎপত্তি।
- বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক জাতি থেকে। এদেরকে নিষাদ জাতিও বলা হয়।
- নৃতাত্তিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত আদি অস্ট্রেলীয় নরগোষ্ঠীভূক্ত/অস্ট্রিক জাতি।
- এদের ভাষাও ছিলোঃ অস্ট্রিক।
- তারা প্রথম কৃষি কাজ শুরু করে।