প্রাচীন বাংলার জনপদ ছিল কয়টি?

A ৮টি

B ১২টি

C ১৫টি

D ১৬টি

Solution

Correct Answer: Option D

- প্রাচীন যুগে বাংলা নামে কোনো অখণ্ড রাষ্ট্র ছিল না।
- এটি তখন কতগুলো অঞ্চলে বিভক্ত ছিল।
- অঞ্চলগুলো জনপদ নামে পরিচিত ছিল।
- প্রাচীন বাংলার জনপদ ১৬টি এবং প্রধান জনপদ ৯টি।
- গৌড়, বঙ্গ, পুন্ড্র, হরিকেল, সমতট, বরেন্দ্র এরকম প্রায় ১৬টি জনপদের কথা জানা যায়।
- জনপদগুলোর মধ্যে প্রাচীনতম হল পুন্ড্র।
- প্রাচীন জনপদগুলোর সীমা ও বিস্তৃতি সঠিকভাবে নির্ণয় করা অসম্ভব।
- কেননা বিভিন্ন সময়ে এসব জনপদের সীমানা হ্রাস অথবা বৃদ্ধি পেয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions