Solution
Correct Answer: Option B
গৌড়
- অবস্থান: চাঁপাইনবাবগঞ্জ, মুর্শিদাবাদ, মালদহ, বর্ধমান ও নদীয়া জেলা।
- বিশেষত্ব: বাংলার প্রথম স্বাধীন রাজ্য।
- রাজধানী ছিল: কর্ণসুবর্ণ (বর্তমান- মুর্শিদাবাদে)।
- গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন শশাঙ্ক (উপাধি- গৌড়েশ্বর)।
- শশাঙ্কের মৃত্যুর পর গৌড়ের রাজা হন: হর্ষবর্ধন।
- মনে রাখতে হবে: গৌড় জনপদভুক্ত বাংলাদেশের একমাত্র জেলা চাঁপাইনবাবগঞ্জ।