ঋ ও ঋ-কার এর পর কোনটি বসে?

A

B

C

D

Solution

Correct Answer: Option A

- খাঁটি বাংলা ভাষায় মূর্ধন্য-ষ এর ব্যবহার নেই। বিদেশি ও তদ্ভব শব্দের বানানে মূর্ধন্য-ষ এর ব্যবহার পাওয়া যায় না।
- কেবল তৎসম শব্দে মূর্ধন্য-ষ এর ব্যবহার পাওয়া যায়।
- এগুলোকে অবিকৃত রাখার প্রয়োজনে ষ-ত্ব বিধান প্রয়োগ করা হয়।
- তৎসম শব্দের বানানে 'ষ' এর সঠিক ব্যবহারের নিয়মই ষ-ত্ব বিধান।

- ঋ ও ঋ-কার এর পর '' হয়।
যেমন:
- ঋষভ
- ঋষি
- কৃষক
- কৃষাণ
- কৃষি
- কৃষ্ণ
- কৃষ্ণা
- তৃষ্ণা
- দৃষ্টি
- বৃষ্টি
- সৃষ্টি
- কৃষ্টি

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions