সংসদ ভবন উদ্বোধন করেন কে?

A আইয়ুব খান 

B লুই আই কান

C শাহ আব্দুল হামিদ

D আব্দুস সাত্তার

Solution

Correct Answer: Option D

সংসদ ভবনঃ
• স্থপতি - লুই আই কান।
• ৯ তলা বিশিষ্ট ভবন, উচ্চতা ১৫৫ ফুট ৮ ইঞ্চি।
• ১৯৮২ সালে ২৮ জানুয়ারি বিচারপতি আব্দুস সাত্তার উদ্বোধন করেন।
• ১৯৮২ সালে ১৫ ফেব্রুয়ারি ১ম ফেব্রুয়ারি ১ম অধিবেশন অনুষ্ঠিত হয়।
• ২১৫ একর জমির উপর নির্মিত ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions