Correct Answer: Option B
পানির প্রবাহের (flow rate) হিসাবে বিশ্বের বৃহত্তম জলপ্রপাত হলো ইংগা ফলস (Inga Falls)। এটি কঙ্গো নদীতে অবস্থিত এবং এর আনুমানিক প্রবাহ হার প্রতি সেকেন্ডে প্রায় ২৫,৭৬৮.৩৩ ঘনমিটার। এটি কঙ্গো নদীর প্রায় ৩০% পানি প্রবাহকে ডাইভার্ট করে জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে।
পৃথিবীর বৃহত্তম:
বৃহত্তম প্রাণী- নীল তিমি
বৃহত্তম প্রাসাদ- ভ্যাটিকান, ইতালি
বৃহত্তম উপ-দ্বীপ- আরব উপদ্বীপ
বৃহত্তম দ্বীপপুঞ্জ - মালয় দ্বীপপুঞ্জ
বৃহত্তম জলপ্রপাত- নায়াগ্রা (আয়তনে)
বৃহত্তম জলপ্রপাত- ইংগা ফলস (পানি প্রবাহে)
বৃহত্তম দিন- ২১ জুন (উত্তর গোলার্ধে)
বৃহত্তম রাত- ২২ ডিসেম্বর (উত্তর গোলার্ধে)
বৃহত্তম বনাঞ্চল- তৈগা
বৃহত্তম সাগর (স্থল বেষ্টিত)- ভূ-মধ্য সাগর
বৃহত্তম শহর (লোকসংখ্যায়)- টোকিও, জাপান
বৃহত্তম মহাসাগর- প্রশান্ত মহাসাগর
বৃহত্তম উপসাগর (গালফ)- মেক্সিকো উপসাগর
বৃহত্তম উপসাগর (বে)- বঙ্গোপসাগর
বৃহত্তম দ্বীপ- গ্রিনল্যান্ড
বৃহত্তম পাখি- উট পাখি
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions