Solution
Correct Answer: Option D
টিটিকাকা হৃদ দক্ষিণ আমেরিকার পেরু ও বলিভিয়ার সীমানায় অবস্থিত বিশ্বের উচ্চতম নৌচলাচলযোগ্য হৃদ, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,৮১২ মিটার উচ্চতায় অবস্থিত। এটি শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, বরং ইনকা সভ্যতার উৎপত্তিস্থল হিসেবেও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। প্রায় ৮,৩৭২ বর্গকিলোমিটার আয়তনের এই হৃদে বহু দ্বীপ রয়েছে, যার মধ্যে "ইসলা দেল সল" ও "ইসলা দে লা লুনা" উল্লেখযোগ্য। এখানকার ইউরো জনগোষ্ঠী এখনও টোটোরা নামক জলজ উদ্ভিদ দিয়ে তৈরি ভাসমান দ্বীপে বসবাস করে, যা পর্যটকদের কাছে একটি বড় আকর্ষণ।
পৃথিবীর উচ্চতম:
উচ্চতম পর্বতশৃঙ্গ- মাউন্ট এভারেস্ট
উচ্চতম মালভূমি- পামির মালভূমি (তিব্বত, চীন)
উচ্চতম দেশ- তিব্বত
উচ্চতম ভবন- বুর্জ খলিফা, UAE, ৮২৮ মিটার
উচ্চতম সেতু (ঝুলন্ত)- মিলাও, ফ্রান্স (৩৪২ মিটার)
উচ্চতম পর্বত- হিমালয়
উচ্চতম রাজধানী- লাপাজ, বলিভিয়া
উচ্চতম মূর্তি- স্ট্যাচু অব ইউনিটি (ভারত)
উচ্চতম হ্রদ- টিটিকাকা (বলিভিয়া)
উচ্চতম জলপ্রপাত- অ্যাঞ্জেল ফলস
উচ্চতম ভাস্কর্য- সরদার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি (ভারত), ১৮২ মিটার