''ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় ' -চরণটির রচয়িতা কে?
Solution
Correct Answer: Option D
- বাংলা সাহিত্যের কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য (১৯২৬-১৯৪৭) মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী ছিলেন।
- তার মৃত্যুর তিনমাস পরে প্রকাশিত হয় 'ছাড়পত্র (১৯৪৭)' কাব্য। এই কাব্যার কবিতা 'হে মহাজীবন' থেকে নেওয়া।
- তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ- ছাড়পত্র, অভিযান, হরতাল, গীতিগুচ্ছ (সঙ্গীত), ঘুম নেই, পূর্বাভাস, মিঠেকড়া ইত্যাদি।