বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের সীমান্তবর্তী উপজেলা কোনটি?

A শ্যামনগর

B জকিগঞ্জ

C শিবগঞ্জ

D থানচি

Solution

Correct Answer: Option A

বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের সীমান্তবর্তী উপজেলা শ্যামনগর, জেলা সাতক্ষীরা, বিভাগ খুলনা।

- বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়।
- সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়া।
- সর্ব দক্ষিণের জেলা কক্সবাজার ও উপজেলা টেকনাফ।
- সর্ব পূর্বের জেলা বান্দরবান ও উপজেলা থানচি।
- সর্ব পশ্চিমের জেলা চাপাঁইনবাবগঞ্জ ও উপজেলা শিবগঞ্জ।
- বাংলাদেশের সর্ব উত্তরের স্থান বাংলাবান্ধা (পঞ্চগড়)। l

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions