একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। তাতে সোনা ও তামার অনুপাত = ৩ : ১। তাতে কি পরিমাণ সোনা মিশ্রিত করলে অনুপাত হবে ৪ : ১।

A ৬ গ্রাম

B ৫ গ্রাম

C ৪ গ্রাম

D ৮ গ্রাম

Solution

Correct Answer: Option C

গহনার ওজন = ১৬ গ্রাম
অনুপাতের যোগফল = ৩ + ১ = ৪
∴ সোনার পরিমাণ = (১৬ × ৩)/৪ = ১২ গ্রাম
∴ তামার পরিমাণ = (১৬ × ১)/৪ = ৪ গ্রাম

ধরি,
ক পরিমাণ সোনা মিশাতে হবে।

প্রশ্নমতে,
ক + ১২ : ৪ = ৪ : ১
(ক + ১২)/৪ = ৪/১
ক + ১২ = ১৬
ক = ১৬ - ১২
ক = ৪

∴ অতিরিক্ত সোনা মেশাতে হবে ৪ গ্রাম।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions