নিচের কোনটি গুণবাচক বিশেষ্য ?

A বহর

B মধুরতা

C সাহসী

D দর্শন

Solution

Correct Answer: Option B

যে বিশেষ্য দ্বারা কোন বস্তুর দোষ বা গুণের নাম বোঝায় ,তাকে গুণবাচক বিশেষ্য বলে। যেমনঃ
-মধুরতা (মধুর মিষ্টত্বের গুণ ),
-তারল্য (তরল দ্রব্যের গুণ )
-বহর - সমষ্টিবাচক বিশেষ্য ;
-দর্শন (দেখার কাজ) -ভাববাচক বিশেষ্য ;
-সাহসী -গুণবাচক বিশেষণ । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions