Solution
Correct Answer: Option B
যে ক্রিয়ার কাজ বর্তমানে ঘটছে বা চলছে, এখনো শেষ হয়ে যায়নি, তাকে ঘটমান বর্তমান কাল বলা হয়। যেমন: আমার ছোট ভাই লিখছে। হামিম এবং নাহিদ এখনো ফুটবল খেলছে।
'আগামী মাসে আমরা সিলেট যাচ্ছি'- বাক্যটিতে ঘটনা ভবিষ্যতের কিন্তু ক্রিয়ার কাল বর্তমান।