'করণীয়' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
A √কর+অনীয়
B কর+অনীয়
C √কৃ+√অনীয়
D √কৃ+অনীয়
Solution
Correct Answer: Option D
- সংস্কৃত কৃৎ প্রত্যয়ে কর্ম ও ভাববাচ্যের ধাতুর পরে 'তব্য' ও 'অনীয়' প্রত্যয় হয়।
যেমন:
- √কৃ+তব্য = কর্তব্য;
- √কৃ+অনীয় = করণীয়;
- দৃশ+অনীয় = দর্শনীয়