গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে চালু করা অ্যাপের নাম কী?
A সেফট্রিপ
B হেল্প
C প্রোটেক্ট
D ট্রাফিক সেফ
Solution
Correct Answer: Option B
- গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে চালু করা অ্যাপের নাম হলো হেল্প (HELP)।
- এর পুরো নাম Harassment Elimination Literacy Program।
- এই অ্যাপটি যৌথভাবে তৈরি করেছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (BJC) এবং সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন।
- এই অ্যাপের মাধ্যমে নারীরা গণপরিবহনে যেকোনো হয়রানির শিকার হলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চাইতে পারেন।
- অ্যাপটি প্রাথমিকভাবে ঢাকার বসিলা থেকে সায়েদাবাদ রুটে পাইলট প্রকল্প হিসেবে চালু করা হয়েছে।
- এটি কিউআর কোড স্ক্যানের মাধ্যমে কাজ করে এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর সঙ্গে সংযুক্ত।