'সূক্ত' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
A সু+উক্ট
B সূ+উক্ত
C স+উক্ত
D সু+উক্ত
Solution
Correct Answer: Option D
• উ-কার কিংবা ঊ-কারের পর উ-কার কিংবা ঊ-কার থাকলে উভয়ে মিলে ঊ-কার হয়; ঊ-কার পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত হয়। যেমন-
উ+উ = ঊ
- মরু+উদ্যান = মরূদ্যান
- কটু+উক্তি = কটূক্তি
- সু+উক্ত = সূক্ত
- অনু+উদিত = অনূদিত