"কেউ শাঁখ বাজাচ্ছে।" বাক্যটি কোন বাচ্যের উদাহরণ?

A কর্তৃবাচ্য

B কর্মবাচ্য

C ভাববাচ্য

D কর্মকর্তৃবাচ্য

Solution

Correct Answer: Option A

- বাক্যে কর্তার প্রাধান্য রক্ষিত হলে তাকে কর্তৃবাচ্য বলে।
- কর্তৃবাচ্য সেই বাচ্য যেখানে কর্তার প্রাধান্য থাকে এবং ক্রিয়াপদ কর্তার অনুসারী হয়।
- এখানে "কেউ" হলো কর্তা এবং "শাঁখ বাজাচ্ছে" হলো ক্রিয়া।
- কর্তা "কেউ" সরাসরি ক্রিয়ার কাজটি করছে, অর্থাৎ শাঁখ বাজানোর কাজটি কর্তার দ্বারা সম্পন্ন হচ্ছে।
- তাই এটি কর্তৃবাচ্যের উদাহরণ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions