'দশশালা বন্দোবস্ত' চালু করে কে?
A লর্ড কর্নওয়ালিস
B লর্ড উইলিয়াম বেন্টিংক
C লর্ড ওয়েলেসলি
D ওয়ারেন হেস্টিংস
Solution
Correct Answer: Option A
লর্ড কর্নওয়ালিস (১৭৮৬-১৭৯৩):
- ভারতের সিভিল সার্ভিসের জনক।
- কর্নওয়ালিস কোড চালু।
- মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশ সেনাপতি ছিলেন।
- দশশালা বন্দোবস্ত চালু (১৭৮৯)।