Solution
Correct Answer: Option C
ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে। বাংলা ভাষায় বা ব্যাকরণে অনেক ক্রিয়াপদ আছে। সেই সব ক্রিয়াপদের প্রধান অংশকে ধাতু বা ক্রিয়ামূল বলা হয়।
অন্যকথায় ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটো অংশ পাওয়া যায়:
১. ধাতু বা ক্রিয়ামূল : কর, যা, খা, পা, বল, দেখ, খেলু, দে ইত্যাদি।
২. ক্রিয়াবিভক্তি : আ, ই, ছি, ছে, বে, তে, গে, লাম ইত্যাদি।
ক্রিয়াপদ থেকে ক্রিয়া বিভক্তি ছেঁটে দিলে যা অবশিষ্ট থাকে তাই ধাতু।
যেমন- 'করে' একটি ক্রিয়াপদ। এতে দুটো অংশ রয়েছে কর্+এ; এখানে 'কর' ধাতু এবং 'এ' বিভক্তি। সুতরাং 'করে' ক্রিয়ার মূল বা ধাতু হলো 'ক' আর ক্রিয়া বিভক্তি হলো 'এ'।
অন্যকথায় 'কর' ধাতু বা ক্রিয়ামূলের সঙ্গে 'এ' বিভক্তি যুক্ত হয়ে 'করে' ক্রিয়াপদটি গঠিত হয়েছে।