'বাংলা গেজেট' কোন গভর্নরের সময়ে প্রকাশিত হয়?
Solution
Correct Answer: Option A
- 'বাংলা গেজেট' ছিল বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র।
- এটি ১৭৮০ সালে প্রকাশিত হয় এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন জেমস অগাস্টাস হিকি।
- এই সংবাদপত্রটি মূলত 'হিকি'স বেঙ্গল গেজেট' নামে পরিচিত ছিল।
- এটি ব্রিটিশ ভারতের প্রথম মুদ্রিত সংবাদপত্র হিসেবেও খ্যাত।
- ওয়ারেন হেস্টিংস ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর-জেনারেল (১৭৭৩-১৭৮৫)।
- তার শাসনামলেই এই সংবাদপত্রটি প্রকাশিত হয়। যদিও এটি ব্রিটিশ শাসনের সমালোচনা করায় পরে ব্রিটিশ কর্তৃপক্ষের দ্বারা বন্ধ করে দেওয়া হয়।