কোন সমাসে ব্যাসবাক্যের প্রয়োজন হয় না?
A কর্মধারয় সমাস
B অলুক তৎপুরুষ
C বহুব্রীহি সমাস
D নিত্য সমাস
Solution
Correct Answer: Option D
- যে সমাসে সমস্যমান পদ্গুলো নিত্য সমাসবদ্ধ থাকে ব্যাসবাক্যের প্রয়োজন হয় না তাকে নিত্যসমাস বলে।
তদর্থ বাচক ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশ যোগে এগুলোর অর্থ বিশাদ করতে হয় ।
যেমন:
- অন্য গৃহ = গৃহান্তর ;
- অন্য দেশ = দেশান্তর।