মজনু শাহ প্রথম কোথায় আন্দোলন করেন?

A ময়মনসিংহ

B রংপুর

C রাজশাহী

D দিনাজপুর

Solution

Correct Answer: Option B

ফকির-সন্ন্যাসী আন্দোলন:
- ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা লাভের পর সর্বপ্রথম যে আন্দোলন হয়েছিল ইতিহাসে তা ফকির-সন্ন্যাসী আন্দোলন নামে পরিচিত।
- সময়কাল: ১৭৬০ থেকে ১৮০০
- বিদ্রোহের কারণ: ইংরেজরা ফকির-সন্ন্যাসীদের চলাচলে বাধা নিষেধ অরোপ করে এবং ভিক্ষা ও মুষ্টি সংগ্রহকে বেআইনি ঘোষণা করে।
- ফকির বিদ্রোহের নামকরণ করেন: ভারতের বড়লাট ওয়ারেন হেস্টিংস
- ইংরেজদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ করে: ফকির-সন্ন্যাসীরা
- ফকিরদের নেতা: মজনু শাহ্ (সুফি সাধক)
- সন্ন্যাসীদের নেতা: ভবানী পাঠক
- উত্তরবঙ্গে বিদ্রোহ হয়: মজনু শাহের নেতৃত্বে
- সন্ন্যাসীদের প্রথম বিদ্রোহ: ১৭৬০ সালে পশ্চিমবঙ্গের বর্ধমানে
- মজনু শাহ্ প্রথম আন্দোলন করে: রংপুরে
- মজনু শাহ্ উত্তরবঙ্গে তৎপরতা শুরু করে: ১৭৭১ সালে
- আক্রমণের প্রধান লক্ষ্যস্থল: কোম্পানির কুঠি, ইংরেজ শাসক অনুগতদের কাচারি এবং জমিদার আমলাদের আবাসস্থল
- মজনু শাহের নেতৃত্বে বিদ্রোহের স্থান: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, দিনাজপুর
- ইংরেজ বাহিনী ফকিরদের উপর আক্রমণ করে: ১৭৭১ সালে ঘোড়াঘাট ও রংপুরের গোবিন্দগঞ্জের পথে
- মজনু শাহের উত্তরসূরী: মুসা শাহ্, চেরাগ আলী শাহ্, করিম শাহ্, সোবহান শাহ্, মাদার বখস প্রমুখ ফকির।
- ফকির-সন্ন্যাসীরা অনুপ্রেরণা পেত: বন্দেমাতরম গানটি গেয়ে
- গানটির রচয়িতা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (আনন্দমঠ উপন্যাস থেকে নেয়া)
- বিদ্রোহ নিয়ে উপন্যাস: আনন্দমঠ (বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)
- ১৭৮৭ সালে সন্ন্যাসী বিদ্রোহের নেতা ভবানী পাঠক নিহত হলে সন্ন্যাসী আন্দোলনেরও অবসান ঘটে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions