কৃত্রিম নীল আবিষ্কার হয় কত সালে?

A ১৮৯০

B ১৮৯১

C ১৮৯২

D ১৮৯৩

Solution

Correct Answer: Option C

নীল কমিশন:
- গঠন: ১৮৬০ সালের ৩১ মার্চ (সূত্র: বাংলাপিডিয়া)
- চেয়ারম্যান: ডব্লিউ এস সিটনকার
- একমাত্র বাঙালি সদস্য: জমিদার চন্দ্রমোহন চ্যাটাজি
- রিপোর্ট প্রকাশ: ১৮৬১
- কমিশনের উদ্দেশ্য: নীল উৎপাদন ব্যবস্থা তদন্ত
- রিপোর্টের বিষয়: নীল চাষ কৃষকদের ইচ্ছার উপর নির্ভর করবে
- নীল বিদ্রোহ ছড়িয়ে পড়ে: উত্তরবঙ্গ, ফরিদপুর ও যশোর অঞ্চলে
- বাংলায় নীল বিদ্রোহের সম্পূর্ণ অবসান: ১৯০০ সালের মাঝামাঝি (নিশ্চিন্তপুরের নীল কুঠি উঠে যাওয়ার মাধ্যমে)
- কৃত্রিম নীল আবিষ্কার: ১৮৯২
- নীল চাষের নামে জেলার নামকরণ: নীলফামারী।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions