পাঁঠা > পাঁটা'- কোন ধরনের ধ্বনি পরিবর্তন?
A বিপ্রকর্ষ
B ব্যঞ্জনচ্যুতি
C ক্ষীণায়ন
D পীনায়ন
Solution
Correct Answer: Option C
ক্ষীণায়নঃ শব্দ মধ্যস্থিত মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনিতে পরিণত হলে বা অল্পপ্রাণ ধ্বনির মতো উচ্চারিত হলে তাকে ক্ষীণায়ন বলে।
যেমন: পাঁঠা˃পাঁটা, কাঠ˃কাট ইত্যাদি।