একখণ্ড বরফকে উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন-
A বাড়বে
B কমবে
C প্রথমে কমবে পরে বাড়বে
D একই থাকবে
Solution
Correct Answer: Option B
- 0° থেকে 4° সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি। ১ খণ্ড বরফ কে উত্তপ্ত করলে পানিতে পরিণত হয়ে আয়তনে কমবে। আবার পানিকে বরফে পরিণত করলে আয়তন বাড়বে ।
- পদার্থকে তরল থেকে কঠিনে পরিণত করলে আয়তন কমে। কিন্তু পানির ক্ষেত্রে ব্যতিক্রম।