বারো ভূঁইয়াদের পতনের পর বাংলার শাসন কারা গ্রহণ করে?
Solution
Correct Answer: Option A
- বারো ভূঁইয়াদের পতনের পর বাংলার শাসন মুঘল সাম্রাজ্যের অধীনে চলে যায়।
- বারো ভূঁইয়া মূলত বাংলার বিভিন্ন অঞ্চলের স্বাধীন জমিদার বা শাসক ছিলেন, যারা মুঘল সাম্রাজ্যের বিস্তারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তবে মুঘল সম্রাট আকবর এবং তার পরবর্তী শাসকদের নেতৃত্বে মুঘল সেনাপতিরা বারো ভূঁইয়াদের একে একে পরাজিত করেন।
- মুঘল সেনাপতি ইসলাম খান চিশতী ১৬০৮ সালে বাংলার সুবাদার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং বারো ভূঁইয়াদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করেন।
- তিনি ঢাকাকে মুঘল শাসনের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেন এবং বারো ভূঁইয়াদের প্রতিরোধ সম্পূর্ণরূপে দমন করেন। এর ফলে বাংলার শাসন মুঘল সাম্রাজ্যের অধীনে একীভূত হয়।