কোন ব্যক্তি কংগ্রেসের কলকাতা অধিবেশনে বঙ্গভঙ্গ বর্জনের প্রস্তাব উত্থাপন করেন?
A খান বাহাদুর মুহম্মদ ইউসুফ
B খাজা আতিকুল্লাহ
C আবুল কাশেম
D এ.কে ফজলুল হক
Solution
Correct Answer: Option B
- ১৯০৫ সালের বঙ্গভঙ্গের পর বেশিরভাগ মুসলমান বঙ্গভঙ্গের পক্ষেই মত দেয়, কারণ তারা মনে করেছিল নতুন পূর্ববঙ্গ ও আসাম প্রদেশে মুসলমানদের উন্নয়নের সুযোগ তৈরি হবে। তবে মুসলমান সমাজের একটি উদারপন্থী অংশ তখনও হিন্দু-মুসলমান ঐক্যের পক্ষে ছিল এবং বঙ্গভঙ্গকে ভারতের জাতীয় ঐক্যবিরোধী মনে করত।
- এই ধারার অন্যতম মুখ্য নেতা ছিলেন খাজা আতিকুল্লাহ, যিনি ছিলেন নওয়াব খাজা সলিমুল্লাহর সৎ ভাই।
- তিনি ১৯০৬ সালের কংগ্রেসের কলকাতা অধিবেশনে আনুষ্ঠানিকভাবে বঙ্গভঙ্গ বর্জনের প্রস্তাব উত্থাপন করেন।
উৎস- বাংলাপিডিয়া