কোন সংগঠন মুসলিমদেরকে শর্তহীনভাবে বঙ্গভঙ্গ সমর্থনের আহ্বান জানায়?

A মোসলেম ক্রনিকল

B নিখিল ভারত মুসলিম লীগ

C মোহামেডান লিটারেরি সোসাইটি

D মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন

Solution

Correct Answer: Option C

- বঙ্গভঙ্গের পরিপ্রেক্ষিতে যখন হিন্দু সমাজের একটি বৃহৎ অংশ এর বিরোধিতা করে স্বদেশী আন্দোলনের সূচনা করেছিল, তখন মুসলমানদের মধ্যে এই প্রস্তাবটি সম্পর্কে দ্বিধাবিভক্ত মনোভাব দেখা যায়।
- শুরুতে অনেক মুসলিম নেতা ও সংগঠন বঙ্গভঙ্গের বিরোধিতা করলেও, পরবর্তীতে অনেকেই এর পক্ষে অবস্থান গ্রহণ করেন।
- এরই ধারাবাহিকতায়, মোহামেডান লিটারেরি সোসাইটি ১৯০৫ সালে সাতজন প্রভাবশালী মুসলিম নেতার স্বাক্ষরযুক্ত একটি প্রকাশ্য লিখিত ঘোষণা প্রকাশ করে। এই ঘোষণার মাধ্যমে, তারা সমগ্র মুসলিম সমাজকে শর্তহীনভাবে বঙ্গভঙ্গ সমর্থনের আহ্বান জানায়।
- মোসলেম ক্রনিকল শুরুতে বিভক্তির বিরোধিতা করেছিল, পরে মত পরিবর্তন করে।

উৎস- বাংলাপিডিয়া।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions