Solution
Correct Answer: Option A
-যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য(শিশু) কোষের সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন বলে"।
-ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল , ঈস্ট প্রভৃতিতে অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়।
-জনন কোষে উৎপন্নের সময় মিয়োসিস বিভাজন ঘটে।
-উন্নত শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীদের দেহকোষে মাইটোসিস বিভাজন ঘটে।