একটি গবেষণাগারে সংযুক্ত কম্পিউটারগুলো কোন নেটওয়ার্কে সংযুক্ত?
Solution
Correct Answer: Option A
• LAN হলো Local Area Network এর সংক্ষিপ্ত রূপ।
• Local Area Network হলো একটি কম্পিউটার নেটওয়ার্ক যা একটি ছোট এলাকা জুড়ে বিস্তৃত।
• LAN এর মধ্যে সাধারণত একই ভবন বা ক্যাম্পাসে অবস্থিত কম্পিউটারগুলি অন্তর্ভুক্ত থাকে।
• গবেষণাগারে সাধারণত LAN ব্যবহার করা হয়।