যেসব শব্দকে বিশ্লেষণ করলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায় সেগুলোকে সাধিত শব্দ বলে। যেমন- প্রশাসন, নীলাকাশ, চলন্ত ইত্যাদি। সাধিত শব্দ সাধারণ তিনভাবে গঠিত হয়- -সমাসের সাহায্যে, - প্রত্যয়ের সাহায্যে, - উপসর্গের সাহায্য।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions