নিচের কোনটি ক্ষারক হলেও ক্ষার নয়?
A সোডিয়াম হাইড্রোক্সাইড
B অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড
C পটাশিয়াম হাইড্রোক্সাইড
D অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড
Solution
Correct Answer: Option B
-ক্ষারক হলো মূলত ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড।কিছু কিছু ক্ষারক আছে যারা পানিতে দ্রবীভূত হয় আর কিছু আছে যারা দ্রবীভূত হয় না।
যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীতূত হয় তাদেরকে বলে ক্ষার।সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOH), পটাশিয়াম হাইড্রোক্সাইড (KOH),অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড (NH4OH),ক্যালসিয়াম হাইড্রোক্সাইড Ca(OH)2 এগুলো ক্ষার। এদেরকে কিন্তু ক্ষারকও বলা যায়।
- পক্ষান্তরে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড [Al(OH)3] কিন্তু পানিতে দ্রবীভূত হয় না। তাই এটি একটি ক্ষারক হলেও ক্ষার নয়।
অতএব একথা বলা যায় যে, সকল ক্ষার ক্ষারক হলেও সকল ক্ষারক কিন্তু ক্ষার নয়।