নিচের কোনটি সংরক্ষিত শিল্প?
A বৈদেশিক কর্মসংস্থান
B পারমাণবিক শক্তি
C নবায়নযোগ্য শক্তি
D জাহাজ নির্মাণ শিল্প
Solution
Correct Answer: Option B
জাতীয় শিল্পনীতি-২০১৬ তে চারটি শিল্পকে সংরক্ষিত শিল্প হিসেবে উল্লেখ করা হয়েছে।এগুলো হলো:
- পারমাণবিক শক্তি
- অস্ত্রশস্ত্র ও সামরিক শিল্প
- সিকিউরিটি প্রিন্টিং ও টাকশাল
- বনায়ন ও সংরক্ষিত বনভূমিতে যান্ত্রিক আহরণ।