- যখন রেল স্টেশন এর মূল রুট থেকে অন্য একটি শাখা রেলপথ শুরু হয় তখন সে স্টেশনকে জংশন স্টেশন বলা যেতে পারে।
- সাধারণত রেলওয়ে জংশনে আগত রেলপথের সংখ্যা সর্বনিম্ন ৩টি হয়।
- সান্তাহার, পার্বতীপুর, ঈশ্বরদী, আখাউড়া, কাউনিয়া প্রভৃতি জংশন স্টেশন।
- বাংলাদেশের বৃহত্তম রেল জংশন ঈশ্বরদী।
অন্যদিকে
- কমলাপুর রেলওয়ে স্টেশন (দাপ্তরিক নাম ঢাকা রেলওয়ে স্টেশন) হলো ঢাকায় অবস্থিত কেন্দ্রীয় রেলওয়ে স্টেশন।