বিভক্তিযুক্ত শব্দ কোনটি?

A সরোবরে

B চশমা

C সরোজ

D চম্পক

Solution

Correct Answer: Option A

- বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয় তাদেরকে বিভক্তি বলে।
- বাংলা শব্দ বিভক্তিগুলো হলো: শূন্য (০) বিভক্তি, এ, তে, কে, রে, র।
- সরোবরে শব্দটিতে 'এ' বিভক্তি যুক্ত থাকায় এটিই বিভক্তিযুক্ত শব্দ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions