বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি?
Solution
Correct Answer: Option B
- পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনি রূপে উচ্চারিত হয়।
- একসঙ্গে উচ্চারিত দুটো মিলিত স্বরধ্বনিকে যৌগিক স্বর বলে।
- বাংলা বর্ণমালায় যৌগিক স্বর দুইটি।
- যথা:
ঐ (অ+ই) এবং
ঔ (ও +উ)।