Solution
Correct Answer: Option B
- প্রাকৃতিক ইউরেনিয়াম মূলত দুটি আইসোটোপ দিয়ে গঠিত: 238Uএবং 235U।
- 238Uআইসোটোপের পরিমাণ 99.3%, যেখানে 235U আইসোটোপের পরিমাণ মাত্র 0.7%।
- 238Uআইসোটোপ স্থিতিশীল, যার অর্থ এটি স্বতঃস্ফূর্তভাবে বিভাজিত হয় না।
- 235U আইসোটোপ অস্থিতিশীল, যার অর্থ এটি স্বতঃস্ফূর্তভাবে বিভাজিত হতে পারে এবং পারমাণবিক শক্তি উৎপন্ন করতে পারে।
উল্লেখ্য, যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন হয়, সে সব পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলা হয়।