দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার কত শতাংশ ছিল?
Solution
Correct Answer: Option D
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
• নির্বাচন : ৭ জানুয়ারি ২০২৪
• মোট আসন : ৩০০
• ভোটগ্রহণ : ২৯৯ আসনে [নওগাঁ-২ আসনে নির্বাচন স্থগিত]
• প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল : ২৮টি
• প্রদত্ত ভোটের হার : ৪১.৮%
• মোট প্রার্থী : ১,৯৭০
• স্বতন্ত্র প্রার্থী : ৪৩৬
• নারী প্রার্থী : ৯৪
• ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থী : ৭৯
• তৃতীয় লিঙ্গের প্রার্থী : ১
• মোট ভোট ৪২,১০৩
• মোট ভোটার : ১১,৯৬,৯১,৬৩৩
• পুরুষ ভোটার : ৬,০৭, ৭১,৫৭৯
• নারী ভোটার : ৫,৮৯,১৯,২০২
• তৃতীয় লিঙ্গের ভোটার : ৮৫২
• প্রথমবার ভোট দেয় : ১,৫৪,৫২,০০০
• দেশে নিবন্ধিত রাজনৈতিক দল : ৪৪টি
• বিদেশি পর্যবেক্ষক : দুইশর বেশি
• দেশি পর্যবেক্ষক : ২০,৭৭৩
• দেশি সাংবাদিক : ১০,০০০
• বিদেশি সাংবাদিক : ৯২
সংসদ নেতা-উপনেতা
- ১০ জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদের সংসদ নেতা নির্বাচিত হন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
- বেগম মতিয়া চৌধুরীকে দ্বাদশ জাতীয় সংসদের উপনেতা নির্বাচিত করা হয়।
- নুর-ই-আলম চৌধুরী লিটনকে চিফ হুইপ হিসেবে এবং মাশরাফি বিন মর্তুজা (নড়াইল-২), আবু সাঈদ আল মাহমুদ স্বপন (জয়পুরহাট-২), ইকবালুর রহিম (দিনাজপুর-৩), সাইমুম সরওয়ার কমল, (কক্সবাজার-১) ও নজরুল ইসলাম বাবুকে (নারায়ণগঞ্জ-২) দ্বাদশ জাতীয় সংসদের হুইপ নির্বাচিত করা হয়।
♦ এছাড়া জাতীয় পার্টির (জাপা) সংসদীয় দলের নেতা নির্বাচিত হন জি এম কাদের, উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ এবং চিফ হুইপ নির্বাচিত করা হয় মুজিবুল হক (চুন্নু)-কে।
• স্পিকার-ডেপুটি স্পিকার দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আর ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।