দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার কত শতাংশ ছিল?

A ৪০.৮

B ৪০.৯

C ৪১.৬

D ৪১.৮

Solution

Correct Answer: Option D

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

• নির্বাচন : ৭ জানুয়ারি ২০২৪
• মোট আসন : ৩০০ 
• ভোটগ্রহণ : ২৯৯ আসনে [নওগাঁ-২ আসনে নির্বাচন স্থগিত] 
• প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল : ২৮টি
• প্রদত্ত ভোটের হার : ৪১.৮% 
• মোট প্রার্থী : ১,৯৭০ 
• স্বতন্ত্র প্রার্থী : ৪৩৬ 
• নারী প্রার্থী : ৯৪
• ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থী : ৭৯ 
• তৃতীয় লিঙ্গের প্রার্থী : ১
• মোট ভোট ৪২,১০৩
• মোট ভোটার : ১১,৯৬,৯১,৬৩৩
• পুরুষ ভোটার : ৬,০৭, ৭১,৫৭৯ 
• নারী ভোটার : ৫,৮৯,১৯,২০২
• তৃতীয় লিঙ্গের ভোটার : ৮৫২
• প্রথমবার ভোট দেয় : ১,৫৪,৫২,০০০
• দেশে নিবন্ধিত রাজনৈতিক দল : ৪৪টি
• বিদেশি পর্যবেক্ষক : দুইশর বেশি
• দেশি পর্যবেক্ষক : ২০,৭৭৩
• দেশি সাংবাদিক : ১০,০০০ 
• বিদেশি সাংবাদিক : ৯২ 


সংসদ নেতা-উপনেতা
- ১০ জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদের সংসদ নেতা নির্বাচিত হন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
- বেগম মতিয়া চৌধুরীকে দ্বাদশ জাতীয় সংসদের উপনেতা নির্বাচিত করা হয়।
- নুর-ই-আলম চৌধুরী লিটনকে চিফ হুইপ হিসেবে এবং মাশরাফি বিন মর্তুজা (নড়াইল-২), আবু সাঈদ আল মাহমুদ স্বপন (জয়পুরহাট-২), ইকবালুর রহিম (দিনাজপুর-৩), সাইমুম সরওয়ার কমল, (কক্সবাজার-১) ও নজরুল ইসলাম বাবুকে (নারায়ণগঞ্জ-২) দ্বাদশ জাতীয় সংসদের হুইপ নির্বাচিত করা হয়।
♦ এছাড়া জাতীয় পার্টির (জাপা) সংসদীয় দলের নেতা নির্বাচিত হন জি এম কাদের, উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ এবং চিফ হুইপ নির্বাচিত করা হয় মুজিবুল হক (চুন্নু)-কে।
• স্পিকার-ডেপুটি স্পিকার দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আর ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions