বাংলার প্রাচীন জনপথ হরিকেল-এর বর্তমান নাম কী?
Solution
Correct Answer: Option A
- এ পর্যন্ত প্রাচীন বাংলায় যে ১৬ টি জনপদের কথা জানা যায় তার মধ্যে হরিকেল অন্যতম।
- হরিকেল জনপদটির অবস্থান ছিল বাংলার পূর্ব প্রান্তে।
- মনে করা হয়, আধুনিক সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত এই জনপদের বিস্তৃতি ছিল।