শতাব্দীর ভয়াবহ সুনামি কবে সংঘটিত হয় ?

A ২৬ ডিসেম্বর ,২০০৩

B ২৬ ডিসেম্বর , ২০০৪

C ২৬ ডিসেম্বর ,২০০৬

D ২৬ ডিসেম্বর ,২০০৮

Solution

Correct Answer: Option B

২০০৪ সালের ২৬শে ডিসেম্বর ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উপকূলে সমুদ্রগর্ভে সংঘটিত ভূমিকম্প যে সুনামির অবতারণা ঘটায়, তা-তে দু’লাখ ত্রিশ হাজার মানুষ প্রাণ হারান – ইন্দোনেশিয়া থেকে সুদূর দক্ষিণ আফ্রিকা পর্যন্ত৷ বিজ্ঞানীরা এই ভূমিকম্পের নাম দিয়েছেন সুমাত্রা-আন্দামান ভূমিকম্প৷

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions