একটি ধাতব পদার্থের উষ্ণতা বৃদ্ধির সাথে এর -
A বৈদ্যুতিক রোধ কমে যায়
B অপরিবর্তিত থাকে
C বৈদ্যুতিক রোধ বাড়ে পরে কমে
D বৈদ্যুতিক রোধ বেড়ে যায়
Solution
Correct Answer: Option D
নির্দিষ্ট উষ্ণতায় যে কোন পরিবাহীর রোধ এর দৈর্ঘ্যের সমানুপাতিক এবং এর প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক।
-বিজ্ঞানী জুল দেখান যেকোনো রোধ বিশিষ্ট পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে এর রোধ কিছু বিদ্যুৎ শক্তিকে তাপশক্তিতে রূপান্তরিত করে। এর ফলে এর উষ্ণতা বেড়ে যায়।