যে শক্তির বলে অণুতে পরমাণুসমূহ আবদ্ধ থাকে, তাকে-

A যোজ্যতা

B অষ্টক

C হ্যালোজেন

D ত্রি-বন্ধন

Solution

Correct Answer: Option A

- যে শক্তির বলে একটি অণুতে পরমাণুসমূহ একে অপরের সাথে আবদ্ধ থাকে, তাকে যোজ্যতা (Valency) বা রাসায়নিক বন্ধন (Chemical Bond) বলা হয়।
- একটি পরমাণুর অন্য পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে তার যোজ্যতা বলে।
- যোজ্যতা ইলেকট্রনের মাধ্যমে গঠিত রাসায়নিক বন্ধনের সংখ্যা নির্ধারণ করে।
- রাসায়নিক বন্ধন (Chemical Bond) হচ্ছে সেই আকর্ষণ বল যা দুটি বা ততোধিক পরমাণুকে একত্রে ধরে রাখে এবং অণু বা স্ফটিক গঠন করে।
- বিভিন্ন ধরণের রাসায়নিক বন্ধন রয়েছে, যেমন সমযোজী বন্ধন (covalent bond), আয়নিক বন্ধন (ionic bond), ধাতব বন্ধন (metallic bond) ইত্যাদি।
- এই বন্ধনগুলো পরমাণুর যোজ্যতা ইলেকট্রনের পারস্পরিক আদান-প্রদান বা ভাগাভাগির মাধ্যমে গঠিত হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions