কোন জেলা ভারতের সীমান্তের সাথে নয়?

A ঠাকুরগাঁও

B রংপুর

C নওয়াবগঞ্জ

D মেহেরপুর

Solution

Correct Answer: Option B

- ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা ৩০ টি ।
এগুলো হলো:
- ময়মনসিংহ বিভাগের ৪ টি - জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা।
- সিলেট বিভাগের ৪টি - সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ।
- চট্রগ্রাম বিভাগের ৬ টি - চট্রগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া,
- রাজশাহী বিভাগের ১০ টি - কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁ ও জয়পুরহাট , দিনাজপুর, নওগাঁ , নববাগঞ্জ ও রাজশাহী।
- খুলনা বিভাগের ৬ টি - মেহেরপুর , কুষ্টিয়া , চুয়াডাঙ্গা ঝিানাইদহ, যশোর ও সাতক্ষীরা ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions