Solution
Correct Answer: Option B
জাতীয় শিল্প উন্নয়ন পরিষদ (NCID)
- NCID এর পূর্ণরূপ: The National Council for Industrial Development
- পরিচয়: ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্প প্রতিষ্ঠায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করে।
- সভাপতি: প্রধানমন্ত্রী
- সহ-সভাপতি: শিল্পমন্ত্রী
- সদস্য: অর্থ, বাণিজ্য, কৃষি, বস্ত্র ও পাট, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, পরিকল্পনা, শ্রম ও কর্মসংস্থান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীসহ মোট ৪৫ জন। সূত্র: ২৮ নভেম্বর, ২০১৬ তারিখের প্রজ্ঞাপন, মন্ত্রিপরিষদ বিভাগ
- জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের নির্বাহী কমিটির নাম: ECNCID
- ECNCID-এর আহবায়ক: শিল্পমন্ত্রী।